৫ বছর পর স্বাধীনতা কাপের সেমিফাইনালে রহমতগঞ্জ

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাঁচ বছর পর স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
আজ রবিবার (০৩ ডিসেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পুরান ঢাকার ক্লাবটি। রহমতগঞ্জের হয়ে জোড়া গোল করেছেন স্যামুয়েলস।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচে দুই দলই লড়াই করেছে সমানে সমান। দশম মিনিটে দারুণ আক্রমণে উঠে পুলিশ। কিন্তু মানাস কারিপভের শট ফিরিয়ে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ নাইম। দ্রুতই আক্রমণে যায় রহমতগঞ্জও। ২০তম মিনিটে স্যামুয়েল কোনির হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
২২তম মিনিটে এগিয়ে যায় পুলিশ। এদুয়ার্দ মোরিও বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইবারগেন গার্সিয়া। ম্যাচে ফিরতে সময় লাগেনি রহমতগঞ্জের। ২৮তম মিনিটে স্যামুয়েলসের শরীর ঘুরিয়ে নেওয়া ভলিতে সমতায় ফিরে রহমতগঞ্জ।
তিন মিনিট পরে এগিয়েও যায় রহমতগঞ্জ। সুশান্ত ত্রিপুরার ফ্রি কিকে ইসকান্দার সিদ্দিক জনোভের হেডের পর নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন স্যামুয়েলস। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রহমতগঞ্জ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.