BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ ই আগস্ট এর পর প্রথম নিজ জেলায় সফরে আসছেন রাষ্ট্রপতি

৫ ই আগস্ট এর পর প্রথম নিজ জেলায় সফরে আসছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় আসছেন শনিবার (৮ নভেম্বর) সকালে দুই দিনের সফরে তিনি পাবনায় আসবেন।

৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটি তার প্রথম এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবার নিজ জেলায় সফর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

মহামান্য রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচ অনুযায়ী শনিবার (৮ তারিখ) সকাল ৮.৩৫ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বের হয়ে ৯.৪৫ মিনিটে পাবনা জেলা সার্কিট হাউজে উপস্থিতি হবেন ও গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর মহামান্য রাষ্ট্রপতি বেলা ১১ টার সময় পাবনা আরিফপুর কবরস্থানে পিতা মাতার কবর জিয়ারত করবেন। বেলা সারে ১১ টায় মহামান্য রাষ্ট্রপতির নিজ বাসভবনে যাবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন। বেলা ১টার সময় সার্কিট হাউজে নিকট আত্নীয় স্বজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে সময় কাটাবেন। রাতে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।

রবিবার (৯ তারিখ) সকাল ১১ টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করে করে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। চিঠিতে মহামান্য রাষ্ট্রপতির সরকারি সফরের প্রচলিত বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং পাবনার জেলা প্রশাসকে সফরের প্রশাসনিক ব্যবস্থার সার্বিক সমন্বয় সাধন করতে বলা হয়েছে।

বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি পাবনার কৃতীসন্তান মোঃ সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনায়।

তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি পাবনায় রাজনীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তিনি সাংবাদিকতাও করতেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাতাবের ইন্তেকাল, শোক প্রকাশ সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আদমদীঘিতে ধারালো বটি নিয়ে মানুষের উপড় চড়াও, নারী গ্রেপ্তার ৫ ই আগস্ট এর পর প্রথম নিজ জেলায় সফরে আসছেন রাষ্ট্রপতি নানা আয়োজনে রাজশাহীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন ‘খুব শিগগিরই’ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আশা ট্রাম্পের মিশিগানের ডিয়ারবর্নে ফের মেয়র নির্বাচিত আবদুল্লাহ হাম্মুদ শাহ আরেফিন টিলায় পাথর লুটের মহোৎসব, বিপন্ন পর্যটন-ঐতিহ্য বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি