৫৯ বিজিবি’র শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদস্যরা।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেসনোটে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্য ছিল বাংলাদেশের সীমান্তবর্তী শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশে অবৈধভাবে কিছু মাদকদ্রব্য প্রবেশ করার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকাল ৯টার দিকে শিয়ালমারা বিওপির টহল কমান্ডার নম্বর হাবিলদার মোঃ হুমায়ুন রশিদ এর নেতৃত্বে একটি টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা এলাকার আমবাগানে অভিযান চালায়।

কয়েকজন চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিক ব্যাগ হতে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.