৫৯ বিজিবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-ফেন্সিডিলসহ মোটর সাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর ও মহানন্দা ব্রীজ চত্বরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি’র পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, বাংলাদেশের সীমান্তবর্তী কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশের ভেতরে চোরাইপথে কিছু মাদকদ্রব্য প্রবেশের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কিরণগঞ্জ বিওপির টহল কমান্ডার নায়েক ফরিদ মিয়া এর নেতৃত্বে একটি টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায়।

আনুমানিক ২টার দিকে একজন চোরাকারবারী মোটর সাইকেলযোগে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী জেলার গোমস্তাপুর উপজেলার চৌতলা গ্রামের মোঃ অছিমউদ্দিনের ছেলে মোঃ কাউছার (২২) তার সাথে থাকা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।

চোরাকারবারীর ফেলে যাওয়া মোটর সাইকেল হতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকপাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালসহ পলাতক আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার ভোর রাত ৫টার দিকে অত্র ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল বারঘরিয়া মহানন্দা চেকপোস্টে শিবগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জগামী ১টি মোটর সাইকেল বিজিবি টহল দলকে দেখে মোটর সাইকেলে থাকা ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহল দল উক্ত বস্তা তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য- ১৬ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.