৫৩ বিজিবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের গংগারামপুর ও এই থানার পাকা ইউনিয়নের শিয়াল পাড়া এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।

আজ শুক্রবার ভোর রাত সাড়ে ৫টা ও সকাল সাড়ে ৯টার দিকে এসব অভিযান চালানো হয়। অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসব অভিযানে কোন মাদক চোরাকারবারী আটক হয়নি।

আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান খান পিএসসি’র পাঠানো প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার মোঃ হেলাল উদ্দিন শেখ এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১২নং পাকা ইউনিয়নের শিয়াল পাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

অপর এক অভিযানে ১৩ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি টহলদল সুবেদার মোঃ গোলাম মোস্তাফা এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭/৯-এস হতে আনুমানিক ৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের গংগারামপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.