৫০ রান তুলতেই পাকিস্তানের পাঁচ উইকেটের পতন

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ পুরুষ দল। প্রথম দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজ হাত ছাড়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদদের। অন্যদিকে আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। ঋতু মনি-নাহিদা আখতারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের টপ অর্ডার।
আজ রবিবার (২১ নভেম্বর) হারারেতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
জিম্বাবুয়েতে বসা ২০২২ নারী বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে ২৪ বলে ৬ রান করে রান আউট হন পাকিস্তানি ওপেনার আয়েশা জাফর। ৪০ বলে ২২ রান তুলে মুনিবা আলী বিদায় নেন। ঋতুর বলে উইকেটরক্ষক নিগারের গ্লাভসে ধরা পড়েন তিনি।
২৮ বলে ১২ রান করে নাহিদার বলে জাহানারা আলমের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন জাভেরিয়া খান।
তিন বলে রানের খাতা খোলার আগে বিদায় নেন ওমাইমা সোহাইল। ঋতুর বলে নিগারকে ক্যাচ তুলে দেন তিনি।
অন্যদিকে ৮ বলে তিন রান করেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ইরাম জাভেদ। নাহিদার বলে ক্যাচটি তুলেন জাহানারা।
১৭.৫ ওভারে ৪৯ রানে পাঁচ উইকেটের পতন হয় পাকিস্তান নারী দলের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.