৪৭ বছর পর চিহ্নিত হলো রাজশাহীর ‘বাদুড়তলা বধ্যভূমি’

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৪৭ বছর পর চিহ্নিত হলো রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় ঐতিহাসিক ‘বাদুড়তলা বধ্যভূমি’। এ উপলক্ষে রোববার দুপুরে এক সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক। বধ্যভূমিটি চিহ্নিত করেন রাজশাহী সিটির সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবদুল হাদি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও রবিউল ইসলাম। সভায় অন্যদের মধ্যে শহীদ পরিবার, মুক্তিযোদ্ধার সন্তান ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযোদ্ধা আবদুল হাদি জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী অসংখ্য লোকজনকে ধরে এনে হত্যার পর রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় ‘বাদুড়তলা বধ্যভূমিতে’ ফেলে দিতো। পরে লাশগুলো ভেসে যেতো নদীর পানিতে। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পরও অবহেলায় থেকে গেছে এ বধ্যভূমিটি। শেষ পর্যন্ত রোববার বাদুড়তলা বধ্যভূমিটি চিহ্নিত করা হলো। এখন থেকে এই বধ্যভূমিতেও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.