৪৩ বছর আগে নিখোঁজ নারীর দেহাবশেষ মিলল নদীতে

(৪৩ বছর আগে নিখোঁজ নারীর দেহাবশেষ মিলল নদীতে–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে ৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয় বলে গতকাল রবিবার (০৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৭৮ সালে নিখোঁজ হন আলবার্টা লিম্যান নামে এক নারী। আলবার্টা ওই বছরের ২৫ জুলাই হারিয়ে যান। সে সময় তার বয়স ছিল ৬৩ বছর।
কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিলো বলে ধারণা করছে পুলিশ। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে বলে নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।
পুলিশ আরও জানায়, পানির ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে ছিলো। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে ছিলো বলে জানা গেছে।
গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.