৪০০ মিটার হার্ডলসে নতুন বিশ্ব রেকর্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: নারীদের ৪০০ মিটার হার্ডলসে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সিডনি ম্যাকলাফলিন। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নতুন এই বিশ্ব রেকর্ড গড়েন তিনি। 
গতকাল রবিবার (২৭ জুন) ৫১ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি দালিলাহ মুহামাদের রেকর্ড ভেঙে দেন ম্যাকলাফলিন।
এর আগে ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫২ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন দালিলাহ।
ট্রায়ালে ৫২ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ৩১ বছর বয়সী দালিলাহ।
সতীর্থের রেকর্ড ভেঙে ম্যাকলাফলি বলেন, আমাদের মাঝে কোনো রেষারেষি নেই। দুজন গ্রেট অ্যাথলেট কেবল একে অপরকে আরও ভালো করতে উৎসাহিত করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.