৪র্থ বছরে পদার্পণ করল রাবি ট্যুরিস্ট ক্লাব

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ সম্পর্কিত একমাত্র সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাবের (আরইউটিসি) ৩য় জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে গ্রীন ভিউতে কেক কাটার মাধ্যমে তৃতীয় জন্মবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফ মাহমুদ জানান, রাবি ক্যাম্পাসের একমাত্র ভ্রমণ সংগঠন ট্যুরিস্ট ক্লাব ৪র্থ বছরে পা রাখলো। বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে কাজ করে যাচ্ছে আমাদের ক্লাবের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক ও বর্তমানদের মিলনমেলায় সাবেকদের কাছে পেয়ে ক্লাবের সদস্যরা গান, গল্প, আড্ডায় মেতে উঠেছেন। সন্ধ্যায় ফানুস ও বেলুন উড়ানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু করে দেশের পর্যটন খাতে অবদান রেখে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব। সংগঠনটির আয়োজনে প্রতিবছর রাবি ক্যাম্পাসে জাতীয়, আন্তজার্তিক ট্যুর, বিভিন্ন সভা, সেমিনার,প্রদশর্নীর আয়োজন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.