৩৮ জন সরকারপন্থী যোদ্ধা সিরিয়ার পূর্বাঞ্চলে নিহত

 

বিটিসি নিউজ ডেস্ক: সিরিয়ার ইরাক সীমান্তবর্তী এলাকায় গত রাতে বোমা বর্ষণে অন্তত ৩৮ সরকারপন্থী বিদেশী সৈন্য নিহত হয়েছে। সোমবার এটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-হারি শহরে এই হামলায় সিরিয়া সরকারের মিত্র বাহিনী যোদ্ধারা নিহত হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে বলা হয়েছে, রাতের বেলার এই হামলার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটকে অভিযুক্ত করা হচ্ছে। ইসলামিক স্টেট (আইএস) কে হঠাতে এই জোটটি গঠন করা হয়েছিল।এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।( সূত্র: বাসস#

Comments are closed, but trackbacks and pingbacks are open.