৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আর্ন্তজাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি নিয়ে শ্রীমঙ্গলে পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি:  আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের নেতৃত্বে ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আর্ন্তজাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রমণ করছেন।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতেই  আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তারা পৌঁছান শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে।

এ সময় তাদেরকে স্থানীয় মনিপুরী নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা ঘুরে বেড়ান।

 

সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারে সদস্যরা রয়েছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন প্রেস ব্রিফিং এ বলেন, বাংলাদেশ এক অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য অনুমান করা যায় না।

 

তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখেও তারাও অভিভূত হয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.