৩৩৩ ও ৯৯৯ এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ -পলক


নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৩৩৩ ও ৯৯৯ এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ। করোনাকালিন সময় এই নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে মানুষ। অসহায়দের নিরবে খাদ্য পৌছে গেছে। সচ্ছতা ও জবাবদিহীতার সাথে আমরা মানবিক সহায়তা পৌছে দিয়েছি।
করোনাকালিন সময় সিংড়ার ৭২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১২ হাজার পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ইউনিয়ন তথ্য সেবায় মানুষ ২৭০ রকম সেবা পাচ্ছে। ১৩ হাজার উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঘরে বসে অনলাইনে সকল সেবা পাচ্ছে জনগন। ডিজিটাল সরকারেরকারনে করোনার সময় পড়ালেখা বন্ধ নাই। অনলাইনে ক্লাস করতে পারছে। ৬৬ দিন অফিস বন্ধ থাকলেও ই -ফাইলে কার্যক্রম চলছে।
প্রতিমন্ত্রী আজ শনিবার বিকেলে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া, জয়কুড়ি ও বামিহালে ১১ শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক হালিম মো : হাসমত, সহ সভাপতি ফরিদুল ইসলাম, সদস্য সুলতান আহমেদ, ভিপি মোফাজ্জল হোসেন মোফা, যুবলীগ সভাপতি প্রভাষক আলম হোসেন প্রমুখ।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ভ্যাকসিন কার্যক্রম দেশে শুরু হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তারা সবাই সুস্থ আছে, কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নাই। তাই কোনে অপপ্রচারে কান দিবেন না। জনগনের নিরাপত্তার জন্য সরকার সবসময় চিন্তা করছে। উন্নত, আধূনিক বাংলাদেশ গঠনে সরকার সচেষ্ট রয়েছে। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারকে সবসময় সমর্থন জানানোর উদাত্ত আহবান জানান।
এর আগে প্রতিমন্ত্রী বেলোয়া, মাদালবাড়িয়া দুটি রাস্তার উদ্বোধন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.