৩২ বছর দায়িত্ব পালনের পর মসজিদুল হারামের খতিবের পদত্যাগ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. সৌদি আল শুরেইম পদত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেন। তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।
৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২২ সালের শেষদিকে পদত্যাগ করেন শেখ শুরেইম। 
কয়েক বছর আগেও মসজিদুল হারামের দুজন ইমাম বিখ্যাত ছিলেন। তাদের একজন হচ্ছেন শেখ আব্দুল রহমান আল সুদাইস। আর অপরজন হচ্ছেন শেখ সৌদ আল শুরেইম। রমজান মাসে তারা তারাবি নামাজ পড়াতেন।
খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন শেখ শুরেইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।
শেখ শুরেইমের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে। (সূত্র: হারামাইন শরিফাইন ও উম্মিদ নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.