৩১ জুলাই সৌদি আরবে ঈদুল আযহা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছেন, আগামী শুক্রবার (৩১ জুলাই) হবে ঈদুল আযহার প্রথম দিন।

আদালত বলেছেন, আজ মঙ্গলবার (২১ জুলাই) ধু আল কায়েদার ৩০ এবং আগামীকাল বুধবার (২২ জুলাই) ধু আল হিজার প্রথম দিন। যেহেতু সর্বদা ধু আল হিজার দশম দিন এবং আরাফাত দিবসের এক দিন পরে ঈদের প্রথম দিন হয়।

সে হিসেবে আগামী শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আযহার প্রথম দিন হিসেবে চিহ্নিত হবে।

এই ঘোষণাটি ইসলামিক ক্যালেন্ডারের দ্বাদশ মাসের শুরু নির্ধারণের জন্য গঠিত চাঁদ দেখা কমিটিগুলির একটি নিশ্চিত করেছেন।

কমিটিগুলি নিশ্চিত করেছে, সোমবার ধু আল হিজার অর্ধচন্দ্র দৃশ্যমান ছিল না এবং মঙ্গলবার সূর্যাস্তের পরে তা পরিষ্কার দেখা যাবে। তার মানে আগামীকাল বুধবার (২২ জুলাই) ধু আল হিজার প্রথম দিন হবে যা এই বছরের হজ মৌসুমের সূচনা করবে।

যদিও এবছর করোনাভাইরাস মহামারীর কারণে হজ শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরে ১০,০০০ মানুষের অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.