৩১ জুলাই চালু হচ্ছে বিএসএমএমইউ ফিল্ড হাসপাতাল

ঢাকা প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আগামী শনিবার (৩১ জুলাই) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা আক্রান্ত রোগীদের জন্য স্থাপিত ফিল্ড হাসপাতাল চালু হবে।
আজ রবিবার (২৫ জুলাই) চালু হতে যাওয়া ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এতে শিগগিরই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না।
মন্ত্রী বলেন, বিএসএমএমইউয়ে ফিল্ড হাসপাতালে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।
এর আগে গেল ৯ জুলাই সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বিএসএমএমইউ কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.