৩১- গাইবান্ধা-৩ আসনের দুই বারের সংসদ সদস্যের মৃত্যু 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ডা. মোঃ ইউনুস আলী সরকার অসুস্থজনিত কারণে মারা গেছেন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩ ঢাকার পিজি  হাসপাতালে তিনি মারা যান।  ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন থেকে  ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. ইউনুস আলী সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর ) আসনের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে তিনি   এমপি নির্বাচিত হন।
ডা. ইউনুস আলী সরকার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। পেশায় চিকিৎসক ডা. ইইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে এনেসথিওলজিল্ট হিসেবে খণ্ডকালীন কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এ আসনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দুই উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কুতিক, পেশাজীবি সংগঠন, শ্রমিক ফেডারেশনসহ সর্বপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
সকলে মুরহুমের  বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন। আল্লাহ তায়ালা যেন মরহুমের বেহেস্তনসীব করেন। আমিন। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.