৩০ নভেম্বর কাউন্সিল ডেকেছেন জিএম কাদের

ঢাকা প্রতিনিধি: আগামী ৩০ নভেম্বর দলের কাউন্সিল ডেকেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান সভায় তিনি এ ঘোষণা দেন। জাতীয় পার্টিতে ঐক্য ধ্বংসের চেষ্টা চলছে মন্তব্য করে তিনি আরও বলেন, দলকে এগিয়ে নিতে সবাই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। জাতীয় পার্টির অবস্থান এখনো দুর্বল বলেও মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, এরশাদ সাহেব ওসিহত করে গিয়েছিলেন এবং গঠনতন্ত্রেও এমনটিই ছিল। এভাবেই আমরা আসছি। আমাদের প্রেসিডিয়ামের সদস্যদের এখানে মত রয়েছে। আমাদের যারা এমপি তাদেরও এখানে মত রয়েছে।

কিছু কারণে জাতীয় পার্টি অন্য দুটি প্রধান দল থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.