৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে সোমবার নবান্নে, মুখ্যমন্ত্রীর ঘোষণা 

ছবি: সংগৃহীত
কলকাতা প্রতিনিধি: আজ সোমবার (০৮ জুন) অর্থাৎ ৮ জুন থেকে দেশ জুড়ে শুরু হয়েছে Unlock ১.০-এর প্রথম ধাপ ৷ খুলেছে ধর্মীয় স্থান, শপিং মল, অফিস ও রেস্তোরাঁ ৷ বাংলায়ও সোমবার থেকেই বিভিন্ন অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে শুরু হয়েছে কাজ ৷
কিন্তু অফিসে পৌঁছতে রাস্তায় মজুদ নেই যথেষ্ট বাস ৷ জায়গায় জায়গায় ধরা পড়েছে একই ছবি ৷ সুরক্ষা বিধি, সামাজিক দূরত্ব শিকেয় তুলে গা ঘেঁষাঘেঁষি করেই ভিড়ে ঠাসা বাসে জায়গা পাওয়ার চেষ্টায় প্রতিযোগিতায় নেমেছেন অফিসযাত্রীরা ৷
পরিবহণের অসুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার ৫ হাজার বাস নামিয়েছে।’ কলকাতার রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শহরের সব জায়গায় তো সাইকেল চালানোর অনুমতি নেই ৷ কলকাতার কোন রাস্তায় সাইকেল চালানো যাবে, তা জানাবে পুলিশ।’
রাজ্যে বাড়ল লকডাউনের মেয়াদ ৷ ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে আজ সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্যে বাড়তে থাকা সংক্রমণের হার নিয়ে তিনি বলেন, ‘যাতায়াত বেড়েছে তাই সংক্রমণ বেড়েছে ৷’ একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী ৷
এতদিন ১০ জন ছিল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিয়েবাড়ি, ধর্মীয়স্থানে ২৫ জনের বেশি জমায়েত করা যাবে না ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.