৩০টি পেশাজীবী সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন রাসিক মেয়র লিটন


প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে নগর ভবন চত্বরে ৩০টি সংগঠনের মধ্যে ৩৯ হাজার ৪৮০ কেজি (প্রায় ৪০টন) চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে তিন দফায় ৫০টি পেশাজীবী সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছেন মেয়র।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।

করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীনও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিচ্ছেন মেয়র। খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিকতায় আজ ৩০টি পেশাজীবী সংগঠনকে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হলো।

৩০টি সংগঠনগুলো হলো, রাজশাহী জেলা মোটর মেকানিক্স ইউনিয়ন, রাজশাহী বধির ফোরাম, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, রাজশাহী ঘড়ি ও চশমা কর্মচারী কল্যাণ সমিতি, রাজশাহী স্থানীয় সংবাদপত্র সার্কুলেশন কর্মচারী উন্নয়ন সংস্থা, রাজশাহী মাইলস্টোন স্কুল, রাজশাহী রেলওয়ে ষ্টেশন পুরাতন কাপড় ব্যবসায়ী, রাজশাহী জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি, রাজশাহী মহানগর বুক বাইন্ডার্স সমিতি, বাংলাদেশ ক্রিকেট অ্যাম্পিয়ার এ্যাসোসিয়েশন, রাজশাহী মহানগর পুরোহিত, এসো গড়ি সমিতি, রেশম কারখানা শ্রমিক, সোনালী অতীতি ক্লাব, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, রাজশাহী অটো ও ব্যাটারী ব্যবসায়ী সমিতি, ভিডিও ব্যবসা সমিতি, লফস, রাজশাহী জেলা মহিলা কাবাডি ও হান্ডবল খেলোয়াড় কল্যাণ সমিতি, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি, রাজশাহী ডেকোরেটর মালিক সমিতি, রাজশাহী বিশ^বিদ্যালয় দোকান মালিক সমিতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাজশাহী মহানগর শাখা, ইউসেপ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন স্কুল, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থা, সাবেক জিয়ানগর বসতি, আল-উসওয়াহ একাডেমি এবং রাজশাহী ও মৃৎ শিল্প।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.