২ দিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা পুতিনের : সিআইএ প্রধান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের মধ্যে কিয়েভ দখল করার পরিকল্পনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গতকাল মঙ্গলবার (০৮ মার্চ) মার্কিন আইন প্রনাতাদের উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি পুতিন এখন রাগান্বিত ও হতাশ। তিনি আগ্রাসনের মাত্রা তাই আরও বাড়িয়ে ইউক্রেনের সেনাকে দমন করছেন। এতে বেসামরিক নাগরিকের মৃত্যু হলেও তার কিছু আসে যায় না।
তিনি আরও বলেন, বহু বছর ধরে অভিযোগ এবং উচ্চাকাঙ্ক্ষার সংমিশ্রণে এই অভিযানের নির্দেশনা দিয়েছেন পুতিন।
এদিকে, মার্কিন প্রতিষ্ঠান ফর দ্য স্টাডি অব ওয়্যার জানায়, রাশিয়ার সেনারা বর্তমানে কিয়েভের পূর্ব, উত্তরপশ্চিম ও পশ্চিমের আশপাশে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে তারা সেখানে আক্রমণ চালাতে পারে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.