২ জুলাই খালেদা জিয়ার জামিন নিয়ে আপিলে আদেশ

 

বিটিসি নিউজ ডেস্কআজ রোববার কুমিল্লার একটি হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর আদেশের জন্য ২ জুলাই দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি নিয়ে এই আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিন স্থগিত চেয়ে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।

গত ২৮ মে বিচারপতি জে বি এম হাসানের ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার দুই মামলায় খালেদাকে জামিন দেন। এর একটি নাশকতার মামলা। আর অন্যটি হত্যা মামলা।

এদিকে, আজ আপিল বিভাগ নাশকতার মামলাটির ওপর শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেও আদেশ দেন।

আজ রোববার এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত। পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করেন।

এর আগে ২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। ২৭ মে কুমিল্লার দুই মামলার ওপর শুনানি শেষে ২৮ মে খালেদাকে জামিন দেন হাইকোর্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.