২৭ তলা থেকে লাফ দিয়ে হলিউড প্রযোজকের আত্মহত্যা

বিটিসি বিনোদন ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের  ফলে বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। অনেক মানুষ হতাশায় ভুগছেন। বহু মানুষ কাজ হারিয়েছেন। বিনোদন দুনিয়ার কাজ এখন শূন্য। বেশীর ভাগ ইন্ডাস্ট্রিতে শুটিং বন্ধ।

এরই মধ্যে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত হতাশায় আত্মহত্যা করেছেন কদিন আগে।

এবার আত্মহত্যা করেছেন হলিউডের জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং। গত সোমবার (২২ জুন) ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

খবরে বলা হয়, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে হতাশ হয়ে পড়েন তিনি।

ফলে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মতো চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি।

স্টিভ বিং সম্পত্তির অধিকাংশই বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.