নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ব্যবস্থাপনায় আয়োজিত ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের রাজশাহী ভেণ্যুতে ৪দিনের ম্যাচে সফরত চিটাড়গাং বিভাগ ১১২ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক রাজশাহী বিভাগকে হারায়।
রাজশাহী বিভাগীয় সেস্টেডিয়ামে মঙ্গলবার (২৮ অক্টোবর) ম্যাচের শেষ ম্যাচে জিততে রাজশাহী প্রয়োজন ছিল ২৬৪ রান আর চিটাগাং এর প্রয়োজন ছিল ৬ উইকেট।
রাজশাহী ৬ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেমে আগের দিনের ৪ উইকেটে তোলা ২১৯ রানের সাথে ১৫১ রান যোগ করতেই বাকী ৬ উইকেটের পতন ঘটে।
২য় ইনিংশে ৩৭০ রানে সকলে আউট হওয়ায় রাজশাহী ১১২ রানে হারে। রাজশাহীর প্রিতম কুমার ৮৩। মেহরাব ৬০, সাথির হোসেন ৫২ ও হাবিবুর রহমান ৪৫ রান করে।
চিটাগাং এর হাসান মুরাদ ৯৬ রানে ৩টি উইকেট নেন।
আহমেদ শরিফ ও নাইম হাসান ২টি করে উইকেট নেন। চিটাগাং এর ইয়াসির আলী রাব্বি প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















