নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) রংপুরের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে নিজ মাঠে চারদিনের ম্যাচে তিন দিনেই হেরেছে রাজশাহী ডিভিশন।
সোমবার (২৪ নভেম্বর) রাজশাহী বিভাগীয় সে্েটডিয়ামে রাজশাহী ডিভিশন তাদেও ২য় ইনিংশে রংপুর বিভাগের বোলারদেও বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১৯ রানে সবাই আউট হয়ে যায়।দলের সাব্বির হোসেন ৩৩ ও নইম আহমেদ ৩২ রান করেন।
রংপুর ডিভিশনের মেহেদী হাসান ২৬ রানে ৪টি, মুকিদুল ইসলাম ২৯ ও রবিউল হক ৪৬ রানে ৩টি কওে উইকেট নেন। রাজশাহী ডিভিশন ১ম ইনিংশে ২৬৮ সংগ্রহ করে।
রংপুর ১ম ইিনিংশে সংগ্রহ করে ২৫৮ রান। জয়ের জন্য ১২৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রংপুর ডিশিশন ৫ উইকেট খরচায় ১৩২ রান সংগ্রহ কওে ম্যাচের একদিন বাকী থাকতেই ৫ উইকেটে জয়লাভ করে।
রংপুরের নাসিব হোসেন অপরাজিত ৫২ , তানবির হায়দার ২৮ রান করেন।
রাজশাহীর আব্দুর রহিম ৪০ ও শফিকুল ইসলাম ৪৭ রানে ২টি করে উইকেট নেন। প্লেয়ার অভ দ্যা ম্যাচ নির্বাচিত হন রংপুরের মুকিদুল মুগ্ধ।
ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত পুরস্কার তুলে দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















