নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চারদিনের ম্যাচে ঢাকা ডিভিশন আশিকুরের শতকে ৪ উইকেটে ২৫২ রান নিয়ে ১ম ইনিংশে ব্যাট করতে নেমে ১১২.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে কামারুজ্জামের শতকে সুবাদে সংগ্রহ করেন ৩৮২ রান।
ঢাকার পক্ষে কামারুজ্জামান ২১৮ বলে ১২১, আনিসুল ইসলাম ১৯১ বলে ৯৭ ও তাইবুর রহমান ১৯৬ বলে ৯৬ রান করেন। রাজশাহী ডিভিশনের পক্ষে সানতামুল ইসলাম ৮১ রান খরচায় ৩,আলি মোঃ ওয়ালিদ ৬৩ রান খরচায় ২টি ও ওয়াসি সিদ্দিক ৬৫ রান খরচায় ৩টি উইকেট নেন ।
দিন শেষে রাজশাহী ডিভিশন ২য় ইনিংশে ব্যাট বরতে নেমে ৩২ ওভারে ২উইকেট খরচায় সংগ্রহ ১৫১ রান।
রাজশাহীর তানজিদ হোসেন অপরাজিত ৮৪ বলে ৮৪ প্রিয়তম কুমার অপরাজিত ৪৫ বলে ৪০ রান করে । ঢাকা বিভাগের এনামুল হক ও আশরাফুল ইসলাম ১টি করে উইকেট নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















