নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বিভাগীয় স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লীগের ৪ দিনের ম্যাচ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে চিটাগাং বিভাগ টসে হেরে ব্যাট করতে নেমে ৮২.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে মাহমুদুল হাসান ও ইয়াসির আল রাব্বির সেঞ্চুরীর সুবাদে ৪০১ রান সংগ্রহ করে।
দলের পক্ষে মাহমুদুল হাসান ১২৭,ইয়াসির আল রাব্বি ১২৯ ইরফান ৭২ রান করেন।
রাজশাহীর পক্ষে সুজন ২৮ রানে ২,তাইজুল ১৫৯ রানে ৪ ও মেহরাব ২৫ রানে ২টি উইকেট নেন। জবাবে স্বাগতিক রাজশাহী বিভাগ ব্যাট করতে নেমে ৫ ওভার খেলে ২উইকেট হারিয়ে দিন শেষে ১ রান সংগ্রহ করে। চিটাগাং এর পক্ষে হাসান মুরাদ জিরো রানে ২টি উইকেট নেন।
শনিবার(২৫অক্টোবর) সকালে ২৭তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি স্বাস্থসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থসেবা অধিদপ্তরের মহা-পরিচালক ডাঃ মোঃ জাফর।
এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান শামীম,রাজশাহী ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেমসহ অন্য কর্মকর্তাগন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















