২৬ জানুয়ারী’র কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ কেরল মহারাষ্ট্রের ট্যাবলো বাতিল 

কলকাতা প্রতিনিধি: দিল্লির রাজপথে ২৬ জানুয়ারী’র কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের ট্যাবলো বাদ পড়া নিয়ে মুখ খোলেন এনসিপি নেত্রী ও শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।

তিনি বলেছেন ” কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী দলের রাজ্য সরকারগুলিকে বঞ্চনা করার মনোভাব নিয়ে কাজ করছে ৷ প্রজাতন্ত্র দিবস গোটা দেশের ব্যাপার। রাজ্য গুলিকে কুচকাওয়াজে অংশগ্রহণ করতে দেওয়া উচিত।

” তিন এও বলেছেন  ” পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র বিশেষ ভূমিকা নিয়ে ছিল স্বাধীনতা সংগ্রামে ৷ কেন্দ্রের এই মনোভাব নিন্দার যোগ্য।’’

কেন্দ্রের এই সিদ্ধান্ত দু’টি রাজ্যের মানুষ ও শহিদদের অপমান বলে জানিয়েছেন , কংগ্রেসের জাতীয় সম্পাদক সঞ্জয় দত্ত ৷ এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলেছেন পশ্চিমবঙ্গের প্রতি বিমাতৃসুলভ মনোভাবেরই প্রকাশ এই সিদ্ধান্ত ৷ তাছাড়া নরেন্দ্র মোদী সরকার মানুষের সামনে, রাজ্য সরকারের কোনও সাফল্য, তুলে ধরতে চায় না ৷

পরিপ্রেক্ষিতে মোদী সরকার টুইট করে জানিয়েছে , অতীতে নয় বার মহারাষ্ট্রের ট্যাবলো নির্বাচিত হয়নি “। তবে, মহারাষ্ট্রের ট্যাবলো যাতে প্রজাতন্ত্র দিবসে জায়গা পায়, সেই চেষ্টা করবেন বলেছেন, বিজেপি মন্ত্রী রামদাস আটওয়ালে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে ,গত বছর সঠিক পদ্ধতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে বেছে নেওয়া হয়েছিল ৷ এ বার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হরিয়ানা, উত্তরাখণ্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলির ট্যাবলোর প্রস্তাবও খারিজ হয়ে গিয়েছে ৷

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো বাছাই নিয়ে যখন রাজনৈতিক তরজা অব্যাহত ঠিক তখনই বাদ পরল কেরলের টেবলও ৷ বিরোধী শিবিরের রাজনীতিবীদরা সোচ্চার হয়েছে এইরূপ  বাতিলেের সিদ্ধান্তে ৷

তাদের মতে এটা একেবারেই শিশুশুলভ আচরণ ৷ কেরলের ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার বিরোধী ৷ কেউ কখনও আগে দেখেনি ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.