২৫ জুন বাঙালি জাতির আরেকটি বিজয়ের দিন : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন বাঙালি জাতির আরেকটি বিজয়ের দিন। স্বাধীনতা লাভের পর দেশবাসী যেভাবে আনন্দ করেছিলেন একইভাবে দেশের মানুষ পদ্মা সেতু উদ্বোধনের দিন আনন্দ উৎসবে মেতে উঠবে।
আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতাত্তোর বাঙালি জাতির অসীম সাহসের প্রতীক পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি জাতি কারও কাছে মাথা নত করতে পারে না। নিজের টাকায় পদ্মা সেতু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সক্ষমতা প্রমাণ করে দিয়েছেন। কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতু কাজ বন্ধ করতে পারেনি।
পরে খাদ্যমন্ত্রী ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, প্রাথমিক ও মাধ্যমিকের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, ১৫ জন দরিদ্র মৎস্যজীবীর মাঝে ছাগল ও ৪৬ জন মৎস্যচাষির মাঝে ২২৫ কেজি মাছের খাদ্য বিতরণ করেন।
এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনের উদ্বোধন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.