২৪৪টি পর্ন ওয়েবসাইট বন্ধের নির্দেশ : বিটিআরসি

ঢাকা প্রতিনিধি: পর্নগ্রাফি রোধে আজ বুধবার ২৪৪টি ‘পর্ন ওয়েবসাইট’(ডোমেইন ও লিংক) বন্ধ করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি (বিটিআরসি)।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এ নির্দেশনা দেয়া হয়েছে। আইআইজিগুলো নির্দেশনা পাওয়ার পর তা কার্যকর করতে শুরু করেছে।

বিটিআরসি যেসব পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে তার মধ্যে ৬২টি টপ পর্ন টিউব সাইট, ১টি মোবাইল পর্ন সাইট, ১০টি অ্যাডাল্ট ইঞ্জিন সাইট, ১২টি টপ পর্ন সাইট, ২টি বেস্ট ফেটিস পর্ন সাইট, ১টি আরব পর্ন সাইট, ১টি বেস্ট পিক ডাম্প সাইট, ৫টি মোস্ট ফেমাস পিকচার সাইট, ৩টি বেস্ট অ্যানাল প্রিমিয়াম সাইট, ৩টি বেস্ট অ্যামেচার প্রিমিয়াম সাইট, ৫টি বেস্ট অ্যামেচার পর্ন সাইট, ১২টি টপ লাইভ ক্যাম সাইট, ৯টি টপ ভিআর পর্ন সাইট, ৪টি বেস্ট গে পর্ন সাইট, ৪টি বেস্ট পর্ন টরেন্টস সাইট, ৬টি মোস্ট ফলোয়িং পিনার (পিন্টারেস্ট), ৬টি বেস্ট মডেল ডিরেক্টরি সাইট, ৩টি টপ ইরোটিক সাইট, ৫টি টপ ইন্ডিয়ান পর্ন সাইট, ১টি ল্যাটিন পর্ন সাইট, ১টি লেসবিয়ান পর্ন সাইট, ২টি বেস্ট শিমেল পর্ন সাইট, ৫টি পপুলার অ্যাডাল্ট গেমস সাইট, ২টি মোস্ট ডাউনলোড সফটওয়্যার, ৭টি রিলাইয়েবল অ্যাডাল্ট অনলাইন শপ, ৫টি টপ অ্যাডাল্ট ফোরাম সাইট, ৪টি টপ ম্যাগাজিন সাইট, ৬টি মোস্ট ফেমাস সেলেব ব্লগ, ২টি বেস্ট অ্যাডাল্ট চ্যাট সাইট, ৪টি ফেমাস হুকআপ সাইট ও ৩০টি বেস্ট পে পর্ন সাইট রয়েছে। এছাড়া ১২টি অন্যান্য ধরনের পর্ন সাইটও বন্ধ করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুরে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। মোস্তফা জব্বার বলেন, ‘২৪৪‌টি প‌র্ন সাইট বন্ধ ক‌রে‌ছি। অভিযান চলছে। চলবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.