২৩ হাজার’র বেশী বন্দিকে মুক্তি মিয়ানমার সেনাবাহিনী’র

(২৩ হাজার’র বেশী বন্দিকে মুক্তি মিয়ানমার সেনাবাহিনী’র–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২৩ হাজারের বেশী বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা সরকার। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের বন্দিদের মুক্তির ঘোষণা দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে।
লাইংয়ের নামে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ষ্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল… জেল, কারাগার, এবং ক্যাম্পের ২৩ হাজার ৩১৪ জন বন্দির সাজা মওকুফ করেছে।
এছাড়া ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমার শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন বন্দিদের নির্দিষ্টভাবে ভদ্র নাগরিক হিসেবে পরিণত করতে, জনগণকে সন্তুষ্ট করতে এবং মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরী করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারী মিয়ানমার সামরিক বাহিনী দেশটিতে অভ্যুত্থান ঘটায়। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.