২২ দিনের ছুটিতে রাজশাহী কলেজ ক্যাম্পাস

 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী কলেজের ক্লাস, পরীক্ষা ০১ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এতে করে টানা ২২ দিনের ছুটিতে গেলো রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, ১লা জুন শুক্রবার থেকে ২২ জুন শুক্রবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষ হবে ২১ তারিখ কিন্তু ২২ তারিখ শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি শেষে শনিবার থেকে যথা রীতিতে ক্লাস-পরীক্ষা  চলবে বলেও জানান তিনি।
এছাড়াও সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি বাদে যথা নিয়মে প্রশাসনিক কার্যক্রম চলবে বলেও জানান উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরী।
হোস্টেল বন্ধের বিষয়ে জানতে চাইলে মুসলিম হোস্টেলের দায়িত্বে থাকা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ন রেজা জানান, রমজান ও জুমাতুল বিদার ছুটিতে হোস্টেল বন্ধ রাখা হবে না।
তবে শব-ই কদর ও ঈদের ছুটি উপলক্ষে ১৩-২১ জুন পর্যন্ত হোস্টেল বন্ধ থাকবে। শুক্রবার (২২জুন) থেকে আবার হোস্টেল খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.