২২৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘ইয়াগি’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সুপার টাইফুন ‘ইয়াগি’ ব্যাপক শক্তি নিয়ে চীনের দক্ষিণে একটি দ্বীপে আছড়ে পড়েছে। এর জেরে সেখানে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড় হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন।
স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (৭ সেপ্টেম্বর) বলেছে, এতে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯২ জন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টায় হাইনান দ্বীপের উত্তর-পূর্বে ২২৩ কিলোমিটার গতিতে সুপার টাইফুন ইয়াগি আছড়ে পড়েছে।
ইয়াগির হাত থেকে বাঁচাতে ওই দ্বীপ থেকে অন্তত ৪ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া নৌযান, ট্রেন এবং বিমান চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। 
সিনহুয়া বলছে, হাইনান অঞ্চলজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.