২২শে জানুয়ারী হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে স্ক্রিন শর্ট ফেসটিভাল 

কলকাতা প্রতিনিধি: মহানগরী তিলত্তমা কলকাতার বুকে ২০১৬ থেকে স্ক্রিন শর্ট ফেসটিভাল আয়োজন করে চলেছে স্বল্প দৈর্ঘ্যের চলচিত্রগুলিকে নিয়ে একটি প্রদর্শনী ৷ যেখানে বহু দেশী বিদেশী স্বল্প দৈর্ঘ্যের ছবি স্হান পায় ৷ এই চিত্রগুলি প্রদর্শিত হয় একমাএ প্রতিযোগিতায় সফল স্বল্প দৈর্ঘ্যের চলচিত্রগুলিকে নিয়ে ৷
এই বছর স্ক্রিন শর্ট ফেসটিভাল তার ৫ বর্ষে পদার্পণ করল ৷ আগামী (২২শে জানুয়ারী) হাওড়ার শরৎ সদনে বৈকাল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন দেশী বিদেশী ছবির পসরা নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে স্ক্রিন শর্ট ফেসটিভাল ২০২০ ৷

এই ফেস্টিভ্যালের কর্মকর্তাদের পক্ষ থেকে জানান হয়েছে, এই বছর ফেসটিভালে ১৪৩টি দেশী বিদেশী ছবি জমা পড়েছিল ৷ তার মধ্যে থেকে ৫৩টা ছবি ছিল বিদেশী ৷ লাইভ অ্যাকশান এবং এনিমেটেড দুই দনের শর্ট ফিল্মের ক্ষেত্রেই সময় সীমা ছিল ২০ মিনিট
বিষয়বস্তু নির্বাচন, পরিপরিচালনা এবং অভিনয়ের খুঁটিনাটীর উপর ভিত্তি করে বিচারকমণ্ডলীর দ্বারা নির্বাচিত ছবিগুলোই পুরস্কৃত এবং প্রদর্শিত হয় ৷ এক কথায় বলতে গেলে অসাধারণ এইসব স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলো দেখার জন্য, চলচিত্র প্রেমী মানুষজন সরা বছর অপেক্ষা করে থাকে ৷

শুধু দেশী বিদেশী ছবিগুলোকে পুরস্কৃত করাই নয় ৷ সাথে সাথে উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলা ছোট ছবিগুলোর জন্য ছয়টি আলাদা বিভাগে পুরস্কার দেওয়া হয়ে থাকে ৷ তার মধ্যে রয়েছে যথাক্রমে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ আবহ ৷ শুধু তাই নয় প্রতিবারের মত এইবারও স্ক্রিন শর্ট ফেসটিভালের পক্ষ থেকে সিনেমা লেখকদের ( Cine writer ) গল্পের বিষয়বস্তু নিয়ে প্রতিযোগিতার আহ্বান করেছিল এবং বিচারকদের তুল্যমূল্য বিচার এই বছর মোট ২১ জন মনোনয়ন পেয়েছেন৷
উৎসবের সভাপতি শ্রী নীলান্ঞ্জন ভৌমিক মহাশয়কে কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই উৎসব সর্বাঙ্গীণ সাফল্যমন্ডিত হয়ে উঠুক ৷ তিনি বলেছেন ” ভালো ছবির স্বীকৃতিই আমদের মূল উদ্দেশ্যে ” ৷

উৎসব সম্পর্কে বক্তব্য রেখেছেন উৎসবের ডিরেক্টর শ্রী শোভন ব্যানার্জী, মিডিয়া পার্টনার, দিগন্ত পত্রিকা মিডিয়ার কর্ণধার শোভন সেনগুপ্ত এবং ক্যান্ডি ক্রাফ্ট শিল্পী শ্রীমতী শেলি সেনগুপ্ত ৷
সব মিলিয়ে জমজমাট ২২শে জানুয়ারি  স্ক্রিন শর্ট ফেসটিভালের জন্য মুখিয়ে আছে সংস্কৃতির পীঠস্থান কলকাতা শহর আর এই শহরের বুকের সমস্ত সিনেমা প্রেমী মানুষ ৷ সেদিন আশা করা যায় হাওরা শরৎ সদন প্রেক্ষাগৃহ উপচে পরবে সংস্কৃতিবান, চলচিত্র প্রেমী মানুষের ভীড়ে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.