২১ সালের আগে ভ্যাকসিন ভারতের বাজারে আনা সম্ভব নয় : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক

কলকাতা প্রতিনিধি: ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সস-এর মতো সংস্থাগুলি আইসিএমআরের ১৫ আগস্টের দিন ভ্যাকসিন বাজারে আনার বিবৃতিতে মোটেই সন্তুষ্ট হয়নি ৷ স্বাভাবিক ভাবে ট্রায়াল সারতেই ১২ থেকে ১৮ মাস লেগে যায়। তাড়াহুড়ো করে করোনা টিকা বাজারে আনলে ফল উল্টো হতে পারে বলেই তাঁদের ধারণা ৷
“পুনের আইসিএমআর ইনস্টিটিউশান ন্যাশনাল ইন্সটিউট অফ ভাইরোলজি, হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার মলিকিউলার বায়োলজি এবং ছ’টি ভারতীয় কোম্পানি মিলে করোনা ভ্যাকসিন তৈরির কাজ করছে। কোভ্যাক্সিন এবং জিকোভ-ডি নামক ভারতের দুটি ভ্যকসিন হিউম্যান ট্রায়ালের জন্য গিয়েছে, বিশ্বের অন্য ভ্যাকসিন গুলোর সাথে ৷ কিন্তু কোনও অবস্থাতেই ২০২১ সালের আগে এই ভ্যাকসিন ভারতের বাজারে আনা সম্ভব নয়”, বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ যখন দাবি করা শুরু করেছে ১৫ আগস্টের মধ্যে বাজারে করোনা টিকা আনবে ভারত, তখন মন্ত্রকের এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.