২১শে ডিসেম্বর হানাদার মুক্ত দিবস নাটোর আলোচনা সভায় অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: ২১ শেষ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস নাটোর পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবারদুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর আয়োজিত আলোচনা সভায় সাবেক কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর সদর উপজেলা সভাপতি যুদ্ধহত মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম সারোয়ার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা কাউন্সিল ও বীর মুক্তিযোদ্ধা বিরঙ্গনা গণ।
এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ফুলবাগান সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ এর কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন এবং ফুলবাগান শহীদ স্মৃতিস্তম্ভে পুম্পমাল্য অর্পন করা হয়। পরে মুক্তিযোদ্ধারা বিজয় র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা এসে শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.