২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টায় ইরান

(২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টায় ইরান)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করতে চায়। আইএইএর দাবী অনুযায়ী এটি এখন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘন বলে বিবিসি সূত্রে জানা যায়।
পারমাণবিক বোমা তৈরী করতে হলে শতকরা ৯০ ভাগের বেশী মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। সে হিসেবে ইরানের কাছে এখনো ওই পরিমাণে ইউরেনিয়াম নেই। তবে ২০১৫ সালের করা চুক্তিতে ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৪ শতাংশের নিচে রাখার কথা ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে এসে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। এরপর থেকেই ইরান এই চুক্তি লঙ্ঘন শুরু করে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.