২০ মিনিটের জন্য ২ কোটি টাকা নিবেন মালাইকা!

বিটিসি নিউজ ডেস্ক: এবার ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনায় এলেন মলাইকা আরোরা। প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে আকাশছোঁয়া পারিশ্রমিকে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন তিনি। এ বছরও কোনও ব্যতিক্রম ঘটছে না। ভারতের একটি শীর্ষ আয়োজক প্রতিষ্ঠান মালাইকাকে প্রস্তাব করে পাঁচতারকা হোটেলে রাতে ২০ মিনিটের একটি পারফরমেন্সের জন্য। ২০ মিনিটের জন্য মালাইকা হাকিয়েছেন ২ কোটি রুপি।

মালাইকার এই পারিশ্রমিক চাওয়াতে অবাক হয়েছেন অনেকেই। কারণ অতীতে এত পারিশ্রমিক চাননি তিনি। তবে এবার ২০ মিনিটে ৭টি গানে পারফরমেন্সের জন্য এই সম্মানি চেয়েছেন মালাইকা।

জানা গেছে, আয়োজকদের সঙ্গে এখনও কোনও চুক্তি হয়নি মালাইকার। এই আইটেমকন্যা ওইদিন শুধু একটি অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে আর সে কারণেই আকাশছোঁয়া পারিশ্রমিক হাকিয়েছেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.