BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে মেসি

২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে মেসি
বিটিসি স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামিতে লিওনেল মেসির চুক্তি নবায়ন একরকম চূড়ান্তই ছিল। চুক্তির নির্দিষ্ট মেয়াদ আর আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল কেবল। সেটিও হয়ে গেল এবার।
২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থাকবেন আর্জেন্টাইন জাদুকর।
২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার আড়াই‌ বছরের সেই চুক্তি শেষ হতো এই বছর। তার আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্বকাপ জয়ী তারকার চুক্তি নবায়নের কথা জানায় মেজর লিগ সকারের (এলএলএস) ক্লাবটি।
বার্সেলোনা কিংবদন্তি মেসি এর আগে বলেছিলেন, মায়ামি হবে তার শেষ ক্লাব। তবে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড তার সম্ভাব্য অবসরের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। মায়ামিতে তার তিন বছরের নতুন চুক্তিই বলে দিচ্ছে, বয়স ৪০ পেরিয়েও খেলতে দেখা যাবে তাকে।
গত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার সাপোর্টার্স শিল্ড জিতে নেয় মায়ামি। মূল ট্রফির লড়াইয়ে প্লেঅফে অবশ্য প্রথম রাউন্ডে হেরে যায় তারা। এই বছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়ে হেরে যায় ফাইনালে।
এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন মেসি। ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি। গোলের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ২৪ গোল করে যৌথভাবে দুইয়ে ন্যাশভিল এফসির স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা।
এমএলএসের প্লেঅফের প্রথম রাউন্ডে বাংলাদেশ সময় আগামীকাল শনিবার সকালে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ