২০২২ বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে : ফিফা সভাপতি

বিটিসি স্পোর্টস ডেস্ক: গোটা বিশ্ব প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত। যার কারণে দীর্ঘদিন স্থবির ছিল ক্রীড়াঙ্গন। তবে সংকট কাটিয়ে মাঠে গড়িয়েছে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া আয়োজনগুলো। কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য মাঠে। ফলে বলা যায় সব ধরনের খেলাই এখন প্রাণচাঞ্চল্যহীন, নেই কোনও উত্তেজনা।
তবে অন্যান্য ম্যাচ আয়োজিত হলেও এমন উত্তেজনা বিহীনভাবে আয়োজিত হতে পারে না ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো। তাই তো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস, টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে পুনরায় এক সুঁতোয় গাঁথতে পারব। আবার দর্শকরা গ্যালারিতে উল্লাস করতে পারবে। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’
ইনফানতিনো বলেন, কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।
কাতারে অনুষ্ঠিত হবে ২০২২ সালের বিশ্বকাপ। ওই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই খেলার আসর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.