২০০ রাউন্ডের বেশি আর্টিলারি শেল ছুড়ল উত্তর কোরিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আজ শুক্রবার সকালে তার পশ্চিম উপকূল থেকে ২০০ রাউন্ডের বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়েনপিয়েং দ্বীপের দিকে এসব আর্টিলারি শেল ছোড়া হয় বলে সিউলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পরপরেই ওই দ্বীপের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়। দ্বীপটিতে অন্তত দুই হাজার বাসিন্দার বসবাস।
উত্তর কোরিয়ার এ পদক্ষেপের নিন্দা জানিয়ে একে উসকানিমূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেছে সিউল। এর আগে ২০১০ সালে উত্তর কোরিয়া এই একই দ্বীপে কয়েক দফায় আর্টিলারি শেল নিক্ষেপ করেছিল। সেইসময় নিহত হয়েছিল চারজন।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার নিক্ষেপ করা এসব আর্টিলারি শেল দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি। এসব শেল দুই দেশের বাফার জোনে পড়েছিল।
দেশ দুইটির মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেশ বেড়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.