২য় জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের ফল

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ২য় জাহানারা জামান ৩য় বিভাগ ফুটবল লীগের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ আগষ্ট) শেখ রাসেল ফুটবল একাডেমী ৩-১ গোলে পাঠানপাড়া স্পোর্টিং ক্লাবকে হারায়।
খেলার প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় পাঠানপাড়ার ফুটবলার ১টি গোল করে খেলায় উত্তেজনা বাড়িয়ে দিলে চলে উভয় পক্ষের পাল্টাপাল্টি লড়াই। এই লড়াই চলতে চলতে শেখ রাসেলের ফুটবলার ২৯ ও ৩৪ মিনিটের মাথাই সুযোগ পেয়েই ২টি গোল করে জয়ের দিকে ঠেলে দেয়।
এছাড়াও সাদি ৬৯ মিনিটের মাথায় আরো ১টি গোল করে ফলে তারা ৩-১ গোলে জয়লাভ করে মাঠ ত্যাগ করে। দিনের অন্য খেলায় আব্দুল হাকিম স্মৃতি সংঘ ২-০ গোলে আড়ানী ফুটবল একাডেমীকে হারায়। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধের ৪ মিনিটে সুনিল ও ১৮মিনিটে পলাশ ১টি করে গোল করে ফলে তারা ২-০ গোলে জয়লাভ করে।
আগামীকাল খেলায় মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ফুটবল একাডেমী, ফাইটার রাজশাহী, কিশোর ফুটবল একাডেমী (সাদা) ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল একাডেমী অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.