১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের 

কলকাতা প্রতিনিধি: এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৬। আক্রান্তের সংখ্যা ৬৫০ পেরিয়েছে। বুধবার রাতে নতুন করে একজনের শরীরে COVID-19 জীবাণু পাওয়ায়, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ইটালিতে সর্বোচ্চ – সাড়ে সাত হাজারের বেশি। 
সংক্রমণ রুখতে আমাদের দেশ ভারতবর্ষে এখন লকডাউন চলছে। আগামী তিন সপ্তাহ এই লকডাউন আরও থাকবে বলে গত মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার তারই  মধ্যে প্রথম দিনে আইন ভেঙে মানুষজন বাইরে বেরিয়েছেন নিজেদের সুরক্ষার ভাবনা উড়িয়ে। 
 
এমতাবস্থায় লকডাউনের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। গরিব দেশবাসীর জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। পাশাপাশি, স্বাস্থকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার বন্দোবস্ত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ঘোষণা দেশের ৮০ কোটি নাগরিকের জন্য।
 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.