‘১ সেকেন্ডেই সব নিস্তব্ধ’

বিশেষ প্রতিনিধি: গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও অন্তত শতাধিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৭ মার্চ) বিকালের এ ঘটনার বর্ণনা দিচ্ছেন প্রত্যক্ষরা। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জানালা দিয়ে তাকিয়ে ছিলাম; ১ সেকেন্ডেই সব নিস্তব্ধ।’
ঘটনার সময় সামনের বিল্ডিংয়ে থাকা এক ব্যক্তি বিটিসি নিউজকে বলেন, বিস্ফোরণ ঘটা ওই ভবন ভাড়া দেওয়া। আন্ডারগ্রাউন্ড মিলে সাতটি দোকান, দোতালায় দুটি এবং চারতলা থেকে আবাসিক (ফ্যামিলি) ভাড়া দেওয়া ছিল। দোকানগুলো শোরুম টাইপের ছিল।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমি জানালা দিয়ে তাকিয়ে ছিলাম। ঘটনার পর পরই রাস্তায় যা ছিল- এক সেকেন্ডর মধ্যে সব নিস্তব্ধ হয়ে যায়।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.