১ মার্চ ঢাকায় আসছেন রিভা গাঙ্গুলি

ঢাকা প্রতিনিধিআগামী ১ মার্চ ভারতের নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলি বাংলাদেশে আসছেন।

আজ বুধবার ভারতের ঢাকা মিশন এ তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় আসার পর তিনি রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশের পরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। এর আগে ঢাকায় ভারতীয় সংস্কৃত মিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন রিভা গাঙ্গুলি দাস।

হর্ষবর্ধন শ্রিংলার পর তাকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে বিদায় নিয়ে শ্রিংলা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন।

রিভা গাঙ্গুলি দাস ১৯৬১ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৬ সালে যোগ দেন ভারতের ফরেন সার্ভিসে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.