১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ঢাকা প্রতিনিধি: আজ সোমবার দুপুরে শিক্ষামন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত, সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর প্রতিবাদে মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন ধরনের চাকরির কোচিং সেন্টারের মালিকরা।

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু ১ এপ্রিল। এবার ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী বসবে পরীক্ষায়। এবারই প্রথম নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা হবে আলাদা কক্ষে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, প্রশ্নফাঁস এবং গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখা হবে কঠোর নজরদারি। কোন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে এমপিও বাতিল, চাকরিচ্যুতিসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষা চলার সময় ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কোচিং সেন্টার মালিকদের সংগঠন- অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ বলছে, তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের  প্রবেশ করতে হবে।

লিখিত পরীক্ষা শেষ হবে ১১ মে।

এরপর ১২ থেকে ২১ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.