১৮ বেসামরিক নাগরিককে হত্যা করলো আল শাবাব

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার মধ্যাঞ্চলে হামলা চালিয়ে ১৮ বেসামরিক নাগরিক হত্যা করেছে দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত রাজ্য হিরশাবেলের হিরান এলাকায় সশস্ত্র গোষ্ঠীটি ভয়াবহ হামলা চালায়।
শনিবার ওই এলাকার বাসিন্দারা জানান, বালাডওয়েন শহর থেকে মহাসের দিকে যাওয়া কয়েকটি খাদ্য বোঝাই ট্রাকে হামলা চালানো হয়। স্থানীয় প্রবীণ ফারাহ আদেন বলেন, আল শাবাব ১৮ জন সদস্যকে হত্যা এবং ত্রাণ বোঝায় কয়েকটি ট্রাক পুড়িয়ে দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সোন্নার প্রতিবেদনে বলা হয়েছে, আল-শাবাব একাধিক ট্রাকে আগুন দেয়। গাড়িতে থাকা বেশিরভাগ লোককে হত্যা করেছে তারা।
যদিও এই ঘটনার পেছেনে দায় স্বীকার করেনি আল শাবাব। এই জঙ্গিগোষ্ঠীটি সোমালিয়ায় ব্যাপক আধিপত্য বিস্তার করে আসছে। গুম, অপহরণ, লুটপাট এবং বোমা হামলার সঙ্গে জড়িত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.