শুরুতে মোইসেস কাইসেদো চেলসিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। বদলি নেমে সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেন এস্তেভো।
এই ম্যাচের আগে ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সবশেষ গোল করেছিলেন চেলসির বিপক্ষে, গত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে। এবার ইংলিশ ফুটবলে প্রথম গোল করে চেলসিকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি।
শেষ গোলের উদযাপন বিপদ ডেকে আনে মারেস্কার জন্য। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হঠাৎ পথ হারিয়ে ফেলা লিভারপুল পেল টানা তৃতীয় হারের তেতো স্বাদ।
প্রিমিয়ার লিগে সবশেষ দুই ম্যাচেই যোগ করা সময়ের গোলে হারল আর্না স্লটের দল। গত রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের মাঠে যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল হজম করেছিল শিরোপাধারীরা।
লিগে টানা দুই হারের পর জয়ের ছোঁয়া পেল চেলসি। এই জয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠল তারা। সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে দলটির পয়েন্ট ১১।
সাত ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।
পুরো ম্যাচে পজেশনে একটু এগিয়ে থাকা চেলসি গোলের জন্য ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। প্রথমার্ধে দুটি লক্ষ্যভ্রষ্ট শট নেওয়া লিভারপুল বিরতির পর নেয় ১১টি, যার ২টি ছিল লক্ষ্যে।
গোলের জন্য ম্যাচের প্রথম শটে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় চেলসি। মাঝমাঠে মালো গিস্তোর পাস ধরে এগিয়ে যান কাইসেদো। লিভারপুলের খেলোয়াড়রা বুঝে ওঠার আগেই বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে পাঠান একুয়েডরের এই মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগে সবশেষ ছয় ম্যাচে তিনটি গোল করলেন কাইসেদো, যেখানে প্রতিযোগিতাটিতে তার আগের ৩৩ ম্যাচে গোল ছিল তিনটি।
বিরতির আগে কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ট্রান্সফার ফির রেকর্ড গড়ে লিভারপুলে যোগ দেওয়া আলেকসান্দার ইসাক।
প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লিভারপুল বিরতির পর গা ঝাড়া দিয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো একটি সুযোগ পান মোহামেদ সালাহ। ইসাকের পাস বক্সে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন মিশরীয় তারকা।
৫১তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে লিভারপুল। রায়ান গ্রাভেনবার্চের প্রচেষ্টা ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেস।
৬৩তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে দমিনিক সোবোসলাইয়ের ক্রসে ফ্লিক করেন ইসাক আর ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান হাকপো।
বাকি সময়ে দুই দলের সামনেই সুযোগ আসছিল একের পর এক, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় গোলের দেখা আর মিলছিল না।
যোগ করা সময়ের প্রথম মিনিটে কাছ থেকে চেলসির এন্সো ফের্নান্দেসের হেড পোস্টের বাইরের দিকে লাগে। পঞ্চম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের ভেতর বাঁ দিক থেকে পাস দেন মার্ক কুকুরেইয়া, ছুটে গিয়ে দূরের পোস্টে স্লাইডে জালে পাঠান ৭৫তম মিনিটে মাঠে নামা এস্তেভো। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে গোটা চেলসি শিবির। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.