১৮টি আসনের ফল পরিবর্তনের অভিযোগ ইমরান খানের দলের

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। কিন্তু দেশটির সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অভিযোগ অন্তত ১৮টি আসনের ফল গণনার সময় কারচুপি করে বদলে দেওয়া হয়েছে।
পিটিআই দাবি করেছে, জাতীয় পরিষদের অন্তত ১৮টি আসনের ফল নির্বাচন কর্মকর্তারা ‘মিথ্যাভাবে পরিবর্তন’ করেছেন। এই আসনগুলোতে পিটিআই জিতেছে। করাচির জনগণ পিটিআইকে যে ম্যান্ডেট দিয়েছে তা এই দুর্নীতিবাজ, মেরুদণ্ডহীন আমলারা চুরি করেছে।
পিটিআই’র মহাসচিব ওমর আইয়ুব খান তার এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে এই অভিযোগ তুলেছেন।
এদিকে, পিএমএল-এন কারচুপির অভিযোগ মোকাবিলার জন্য এবং বিষয়টি আদালতে গড়ালে আত্মপক্ষ সমর্থনের জন্য একটি আইনি দলও গঠন করেছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.