১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার প্লেন!

বিটিসি নিউজ ডেস্ক: ১৭৯ আরোহী নিয়ে সুইডেনের স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে দুর্ঘটনায় পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় পুলিশ জানায়, প্লেনটির ডানা বিমানবন্দরের পাশের একটি ভবনকে আঘাত করে। এরপর প্লেনটির আরোহীদের জরুরি নির্গমন পথ দিয়ে বের করে আনা হয়।

প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর প্লেনটিকে বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে দেখা যায়।

স্থানীয় সময় বুধবার সন্ধা পৌনে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্লেনটি ঘিরে রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.